ব্যবহারের শর্তাবলী

পরিচিতি

যেসব কমিউনিটি ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে শিখছে তাদের জন্য শিক্ষামূলক রিসোর্স হিসাবে টোটেম প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এটি গ্রিনহোস্ট এবং ফ্রি প্রেস আনলিমিটেডের একটি উদ্যোগ। টোটেম প্ল্যাটফর্মটি পুরো শিখন প্রক্রিয়া জুড়ে বিষয়বস্তু তৈরিতে অবদান রাখা ব্যক্তিবর্গ ও কমিউনিটির ব্যবহারকারীদের জন্য অব্যাহত যোগাযোগ ও জ্ঞানের আদান-প্রদানের একটি উপায় করে দেয়।

প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো:

  • একটি নিরাপদ অনলাইন শ্রেণিকক্ষের পরিবেশ তৈরি করার মাধ্যমে সাংবাদিক, অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও প্রাসঙ্গিক টুলগুলোর ব্যাপারে প্রাথমিক বোঝাপড়ার উন্নতি ঘটানো।
  • বিদ্যমান ওপেন সোর্স সফটওয়্যার (ওপেন ইডিএক্স)-এর উপর ভিত্তি করে ডিজিটাল প্রশিক্ষণ সংস্থা, ব্যক্তিক প্রশিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে যৌথভাবে এবং তাদের জন্য উপকারি একটি নিরাপদ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক) তৈরি করা।
  • প্রকল্পের প্রাথমিক পর্যায় শেষ হওয়ার পর প্ল্যাটফর্মটির প্রাপ্যতা নিশ্চিত করতে যৌথতার মাধ্যমে এটিকে স্থায়িত্ব দেওয়া।

প্রশাসন

গ্রিনহোস্ট ও ফ্রি প্রেস আনলিমিটেড

টোটেম প্ল্যাটফর্মটি ওপেন ইডিএক্স নামক ইডিএক্স-এর ওপেন সোর্স শিক্ষামূলক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত; ইডিএক্স হলো এক্সকনসোর্টিয়ামের সঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) একটি যৌথ উদ্যোগ। গ্রিনহোস্ট ও ফ্রি প্রেস আনলিমিটেড টোটেমকে একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হিসাবে নিয়ে এসেছে, যাতে এই রিসোর্সটি স্থায়িত্ব পায়, প্রকল্পটির সূচনা ঘটার পরও এতে অবদান রাখার সুযোগ থাকার পাশাপাশি কমিউনিটির লোকদের স্বাগত জানানো যায়।

বিষয়বস্তুর প্রকার

বিষয়বস্তু বিষয়ক অংশীদার সংস্থা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষক ও কমিউনিটির সহযোগিতায় টোটেম প্ল্যাটফর্মের বিষয়বস্তু উপযোগী করে নেওয়া, বিকশিত করা ও প্রস্তুত করা হয়। টোটেম প্ল্যাটফর্ম তিন প্রকারের বিষয়বস্তু থাকে:

  1. গ্রিনহোস্ট ও ফ্রি প্রেস আনলিমিটেড কর্তৃক টোটেম প্ল্যাটফর্মের জন্য প্রস্তুতকৃত মৌলিক বিষয়বস্তু, যা টোটেম-এর প্রত্যেক ব্যবহারকারী পাবেন
  2. বিষয়বস্তু রচনায় অবদান রাখা ব্যক্তিদের দ্বারা তৈরি বিষয়বস্তু, যা টোটেম-এর প্রত্যেক ব্যবহারকারী পাবেন
  3. কোর্স প্রশিক্ষকদের দ্বারা তৈরি কমিউনিটি বিষয়বস্তু, যা কেবল কোর্সে অংশগ্রহণকারীরা পাবেন।

বিষয়বস্তুর মানদণ্ড

  • গ্রিনহোস্ট ও ফ্রি প্রেস আনলিমিটেড কর্তৃক টোটেম প্ল্যাটফর্মের জন্য প্রস্তুতকৃত মৌলিক বিষয়বস্তুর পাশাপাশি বিষয়বস্তু বিষয়ক অংশীদার সংস্থার তৈরি বিষয়বস্তুগুলো একটি উপদেষ্টা বোর্ড দ্বারা যাচাই করা হয় যাতে বিষয়বস্তুর মান পূরণের কিংবা একটি নির্দিষ্ট মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার বিষয়টি নিশ্চিত করা যায়।
  • কমিউনিটি বিষয়বস্তুর দায়িত্ব কোর্স প্রশিক্ষকের উপর বর্তায়। এই বিষয়ে প্ল্যাটফর্মের কোনো ব্যবহারকারী ফিডব্যাক দিতে চাইলে বা এর গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করতে চাইলে তা সেই ব্যবহারকারী ফ্ল্যাগ করতে পারবেন।
  • মৌলিক ও কমিউনিটির বিষয়বস্তুতে একটি টাইমস্ট্যাম্প থাকে যা এটি শেষবার কবে আপডেট করা হয়েছে তা নির্দেশ করে, যাতে উপস্থাপিত উপকরণের নির্ভুলতা যাচাই করা যায় এবং আরও প্রাসঙ্গিক করে তোলা সহজ হয়।

লাইসেন্স করা

টোটেম-এর সব বিষয়বস্মতু [ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার-অ্যালাইক লাইসেন্স] (https://creativecommons.org/licenses/by-sa/4.0/) এর আওতায় লাইসেন্সকৃত। এই লাইসেন্সিং প্রকল্পটি কমিউনিটির বিষয়বস্তুতে অবদান রাখা ব্যক্তিদের স্বায়ত্তশাসন ও নিয়ন্ত্রণ প্রদান করে, আর পাশাপাশি রিসোর্সের ক্ষেত্রে সহযোগিতাকে উৎসাহিত করে এবং বিদ্যমান রিসোর্সের দ্বৈততা এড়াতে সচেষ্ট থাকে।

টোটেম-এর বিষয়বস্তু বিষয়ক অংশীদারগণ

বিষয়বস্তুতে অবদান রাখা ব্যক্তিবর্গ এবং কোর্সের প্রশিক্ষকগণ

  • নতুন শিখন মডিউল তৈরি করার সময়, কমিউনিটির বিষয়বস্তুতে অবদান রাখা ব্যক্তিবর্গ ঠিক করেন মডিউলটি কতক্ষণ অনলাইনে থাকা উচিত। বিষয়বস্তুকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করা কিংবা কখনও মেয়াদ শেষ না হওয়ার মতো করে সেট করা যেতে পারে
  • কমিউনিটির বিষয়বস্তুতে অবদান রাখা ব্যক্তিবর্গ পুরানো বা অকেজো হয়ে যাওয়া মডিউলগুলোকে পর্যায়ক্রমে পর্যালোচনা, হালনাগাদকরণ বা মুছে ফেলার কাজ করবেন বলে আশা করা হয়
  • কমিউনিটির বিষয়বস্তুতে অবদান রাখা ব্যক্তিবর্গ ও কোর্স প্রশিক্ষকগণ যদি বিষয়বস্তুর গুণমান নিয়ে কোনো সমস্যা আছে বলে মনে করেন তবে তাঁরা বিষয়বস্তুটিকে পতাকাঙ্কিত করতে পারেন। তবে, কোনো উপকরণ সরানোর সিদ্ধান্ত টোটেম-এর কাছেই থাকবে।

কমিউনিটির ব্যবহারকারীগণ

কমিউনিটির ব্যবহারকারীগণ যা করতে পারেন:

  • যেসব উপকরণ প্রস্তুত করেছেন বিষয়বস্তুতে অবদান রাখা ব্যক্তিবর্গ সেগুলো বা যেসব উপকরণে বিষয়বস্তুতে অবদান রাখা ব্যক্তিবর্গ এবং/অথবা কোর্স প্রশিক্ষক অ্যাক্সেস দিয়েছেন সেগুলো দেখতে পারবেন এবং সেগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন
  • পাঠক্রম পতাকাঙ্কিত করতে পারবেন বা পাঠক্রম বিষয়ে ফিডব্যাক দিতে পারবেন।

কমিউনিটির মানদণ্ড

  • যখন কেউ টোটেম ব্যবহার করেন, তা এর আলোচনা ফোরাম, উইকি, ডকুমেন্টেশন পেইজ বা শিখন মডিউল যেটাই হোক না কেন, তখন এই শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেই ব্যবহারকারী কিছু অবদান রাখবেন এমনটাই প্রত্যাশিত।
  • আবদ্ধ শিখন মডিউলে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত ব্যবহারকারীরা কোর্স প্রশিক্ষকদের বিবেচনার ভিত্তিতে তা করবেন। যদি কোর্স প্রশিক্ষকেরা সিদ্ধান্তে পৌঁছান যে অংশগ্রহণকারীরা কমিউনিটির মানদণ্ড মেনে চলছে না, সেক্ষেত্রে তাঁরা সেই ব্যক্তিদের অংশগ্রহণ বাতিল করতে পারবেন।

অগ্রহণযোগ্য কর্মকাণ্ড

কোনো টোটেম কোর্সে যোগদানের মাধ্যমে, ব্যবহারকারীরা টোটেম সংশ্লিষ্ট পরিষেবাদির মাধ্যমে নিম্নলিখিত কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না:

  • ঘৃণাত্মক, হিংসাত্মক বা ভীতিজনক ভাষা ব্যবহার করা, বিশেষত অন্য টোটেম ব্যবহারকারীদের হয়রানি, লাঞ্ছিত বা লক্ষ্যবস্তু করার জন্য
  • কোনো ধরনের বৈষম্যকে সমর্থন করে এমন উপকরণ সংরক্ষণ বা বিতরণ করা
  • টোটেম ব্যবহারকারীদের নাম বা অন্য কোনো শনাক্তকরণ তথ্য প্রকাশে বাধ্য করার মাধ্যমে তাদের নাম-পরিচয় গোপন রাখার অধিকার লঙ্ঘন করার চেষ্টা
  • ভাইরাস বা ম্যালওয়্যার ছড়ানোর মাধ্যমে পরিষেবাদির অসদ্ব্যবহার, পরিষেবায় হামলার ঘটনা অস্বীকারে জড়িত হওয়া, কিংবা টোটেম হোস্ট বা টোটেম ব্যবহারকারীদের কম্পিউটার সিস্টেমে অনুনোমোদিত প্রবেশের চেষ্টা করা
  • অযাচিত বাণিজ্যিক পরিষেবা ও উপকরণ প্রচার করা।

কোনো ব্যবহারকারী উপরোল্লেখিত কোনো আচরণের সম্মুখীন হলে বা প্রত্যক্ষ করলে তাকে সেই ঘটনাটি প্ল্যাটফর্মের মডারেটরদের লিখিতভাবে ইমেইলে জানাতে বলা হচ্ছে info@totem-project.org. অভিযোগ দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে একটি জবাব পাওয়া যাবে।

কমিউনিটির এই মানদণ্ড লঙ্ঘন করেছে এমন অ্যাকাউন্টগুলো বাতিল করা হবে।