<% Set translated description for OGP tags %>
অধিকারকর্মী ও সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ
টোটেম-এ আপনাকে স্বাগত
আমাদের কোর্সসমূহ দেখুন

টোটেম কী?

টোটেম একটি অনলাইন প্ল্যাটফর্ম যা সাংবাদিক ও অধিকারকর্মীদের তাদের কাজে ডিজিটাল নিরাপত্তা ও গোপনীয়তার বিভিন্ন টুল ও কৌশল আরও কার্যকরভাবে ব্যবহার করতে সহায়তা করে।

অব্যাহত ও ইন্টার‍্যাক্টিভ শিখন

কয়েক দিনের সামনাসামনি, অফলাইন প্রশিক্ষণের শিখন অভিজ্ঞতাকে একটি অব্যাহত ও চলমান, ইন্টার‍্যাক্টিভ শিখন অভিজ্ঞতায় সম্প্রসারিত করার ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষকদেরকে টোটেম প্ল্যাটফর্ম সহায়তা করে। উদাহরণস্বরূপ, সামনাসামনি, শ্রেণিকক্ষের প্রশিক্ষণের প্রস্তুতি হিসাবে প্রশিক্ষকেরা শিক্ষার্থীদের জন্য প্রাথমিক টুলসমূহ ও ধারণাবলীর উপর কোর্স তৈরি করতে পারেন। সামনাসামনি প্রশিক্ষণ শেষ হওয়ার পরেও টোটেম ব্যবহার করা যেতে পারে। ফলে শিক্ষার্থীরা উচ্চতর ধারণাবলী শিখতে পারে এবং প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রদত্ত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে প্রশিক্ষকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে পারে।

জ্ঞান ধারণক্ষমতা বৃদ্ধি

সামনাসামনি, অফলাইন প্রশিক্ষণ খুব কার্যকর ও অত্যন্ত উপকারী হতে পারে, তবে এর পরিসর সীমাবদ্ধ। টোটেম এর লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে প্রশিক্ষকেরা ঘনঘন হালনাগাদকৃত পাঠক্রমের মাধ্যমে অতীতে প্রশিক্ষিত শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কিত নতুন জ্ঞান বিনিময় করতে পারেন। এর ফলে অধিকারকর্মী ও সাংবাদিকদের পক্ষে আগের প্রশিক্ষণগুলোতে পঠিত বিষয়াবলী সম্পর্কে জ্ঞান ধরে রাখা ও সমৃদ্ধ হওয়া সম্ভব হয়।

কমিউনিটি কর্তৃক প্রস্তুতকৃত ও সমর্থিত

টোটেমকর্মীরা কোর্স ও পাঠক্রমের ব্যাপারে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষকদের একটি বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে চলেছেন। কোর্সগুলো এবং ইন্টার‍্যাক্টিভ উপকরণসমূহ সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিদের (যাঁরা অধিকারকর্মীদের জন্য সবচেয়ে কার্যকর কতগুলো প্রশিক্ষণ রিসোর্স প্রস্তুত করেছেন) সহায়তায় তৈরি ও হালনাগাদ করা হয়।

বিশেষ কোর্সসমূহ

আরও কোর্স দেখুন

প্রশিক্ষকদের জন্য টোটেম

ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষকেরা কীভাবে টোটেম-এর কার্যকর ব্যবহার করতে পারেন?

টোটেম-এর কর্মপদ্ধতি

২০১৬ সালে টোটেম প্রকল্পের যাত্রা শুরু হওয়ার পর থেকে টোটেম দল নানা রকমের অধিকারকর্মী, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষক ও অনলাইন শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে মিলে এমন একটি সাধারণ কর্মপদ্ধতি ও প্রক্রিয়া তৈরি করেছে যা প্রশিক্ষকদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কার্যকর প্রশিক্ষণ পাঠক্রম তৈরি করতে সহায়তা করে। আমরা এমন প্রশিক্ষকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছি যাঁরা অধিকারকর্মী বা সাংবাদিকদের লক্ষ্য করে নতুন বিষয়বস্তু তৈরি এবং বিদ্যমান পাঠক্রমকে রূপান্তরিত করে অনলাইন কোর্স প্রণয়ন করতে চান।

সংকলিত কোর্সের সংগ্রহ

টোটেম প্ল্যাটফর্মে ইতোমধ্যে যেসব কোর্স আছে সেখান থেকে প্রশিক্ষকেরা সুনির্দিষ্ট কর্মী গোষ্ঠী বা কমিউনিটির জন্য প্রাসঙ্গিক বিষয়ের কোর্সগুলো বেছে নিয়ে একটি "সংগ্রহ" তৈরি করতে পারবেন।

পাঠক্রম তৈরির কর্মশালা ও স্প্রিন্ট

সুনির্দিষ্ট কমিউনিটির জন্য বা বিশেষ প্রেক্ষাপটে টোটেম দল প্রায়শই বিভিন্ন কর্মী গোষ্ঠী, এনজিও এবং সাংবাদিকদের সহযোগিতায় যৌথভাবে পাঠক্রম প্রণয়নের জন্য কর্মশালা ও স্প্রিন্টের আয়োজন করে।

যদি আপনি কোনো সিএসও, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষক, অধিকারকর্মী বা সাংবাদিক হন এবং আপনার শিক্ষার্থীদের জন্য কোর্স হোস্ট করতে টোটেম প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান, তাহলে দয়া করে

আইকনের সেট

ইন্টারনেট ও নিরাপত্তা সম্পর্কিত ধারণাবলী ব্যাখ্যাকারী ডায়াগ্রাম তৈরির জন্য আমরা একটি আইকনের সেট তৈরি করেছি। এই আইকনের সেটটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সপ্রাপ্ত এবং এখান থেকে ডাউনলোড করা যাবে।

টোটেম এর পরিচিতি

গ্রিনহোস্টফ্রি প্রেস আনলিমিটেডের সহযোগিতায় তৈরি টোটেম একটি অনলাইন শিখন প্ল্যাটফর্ম যা নিরাপদ, অনলাইন শ্রেণিকক্ষের পরিবেশে সাংবাদিক, অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক শিক্ষামূলক কোর্স ও প্রাসঙ্গিক টুল ও কৌশল সরবরাহ করে।

টোটেম প্ল্যাটফর্মটি ওপেন-সোর্স Open edX MOOC (ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স) সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি এমন সতর্কতার সাথে ডিজাইন করা হয়েছে যে এতে ব্যবহারকারীদের সম্পর্কে ন্যূনতম তথ্য সংগ্রহ করা হয় এবং কোনোরূপ আড়িপাতা রোধে সুরক্ষিত, আধুনিক এনক্রিপশন ব্যবহার করে হয়েছে, ফলে ডিজাইনের দিক থেকে এটি নিরাপদ ও গোপনীয়তা সংরক্ষণ করে।

টোটেম দল বিভিন্ন রকমের সংস্থা, অধিকারকর্মী, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষক ও অনলাইন শিক্ষা বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত ঋণী; কর্মশালা ও স্প্রিন্টের সময় তাঁদের সহযোগিতায় যৌথভাবে টোটেম কোর্সের বিষয়বস্তু তৈরির করার পাশাপাশি টোটেম প্ল্যাটফর্মের জন্য একটি কার্যকর প্রশিক্ষণ পাঠক্রম প্রণয়ন করা গেছে।

গ্রিনহোস্ট এর পরিচিতি

২০০১ সালে মার্ট ফন স্যান্টেন এবং সাশা ফন গেফেন গ্রিনহোস্ট প্রতিষ্ঠা করেন। যুবা গবেষক হিসাবে তাঁরা এমন একটি ওয়েবহোস্টিং প্ল্যাটফর্ম তৈরি করেন যা সমজাতীয় অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক কম জ্বালানি খরচ করত। গ্রিনহোস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেকসই আগামী গড়ার ক্ষেত্রে নতুন দৃষ্টিকোণ নিয়ে আসে এবং শিক্ষা, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পেও সহায়তা করে। গ্রিনহোস্ট একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্টারনেট এবং ব্যবহারকারীদের নিরাপত্তার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য, গ্রিনহোস্ট প্রযুক্তি, সাংবাদিকতা, সংস্কৃতি, শিক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা করে। এটি নিজস্ব সফটওয়্যার, প্রকল্প, চিন্তা তৈরি করে।

টোটেম-এর বিভিন্ন দিক, যেমন সামগ্রিক কৌশল, প্ল্যাটফর্মের কারিগরি বিকাশ ও হোস্টিং, পাঠক্রম প্রণয়ন ও বিকাশ এবং কমিউনিটির সম্পৃক্ততার জন্য গ্রিনহোস্ট দায়ি।

ফ্রি প্রেস আনলিমিটেড এর পরিচিতি

ফ্রি প্রেস আনলিমিটেড হলো নেদারল্যান্ডসের আমস্টারডাম-ভিত্তিক একটি ফাউন্ডেশন। ফ্রি প্রেস আনলিমিটেড বিশ্বাস করে, বস্তুনিষ্ঠ তথ্য জীবন-মৃত্যুর মতোই গুরুত্বপূর্ণ হতে পারে। ফ্রি প্রেস আনলিমিটেড যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলের স্থানীয় সাংবাদিকদের তাদের পাঠক বা দর্শক-শ্রোতার জন্য বিশ্বাসযোগ্য সংবাদ ও তথ্য সরবরাহ করতে সহায়তা করে। এমন তথ্য যা মানুষের বেঁচে থাকার জন্য এবং তাদের নিজস্ব ভবিষ্যত গড়ে তোলার জন্য প্রয়োজন।

টোটেম প্ল্যাটফর্মের ক্ষেত্রে ফ্রি প্রেস আনলিমিটেড কৌশলগত পরামর্শ দিয়ে এসেছে এবং পাঠক্রম প্রণয়ন ও বিকাশে সহযোগিতা করে চলেছে।

যোগাযোগের তথ্য

নতুন কোর্সের ব্যাপারে তথ্য জানতে টোটেম-এর নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

অন্য কোনো জিজ্ঞাসা থাকলে, দয়া করে